News:

                                   বিসমিল্লাহির রাহমানির রাহিম

মহাজাগরণের অবিনশ্বর শক্তির নাম শিক্ষা। মানুষের গহীন চেতনায় যে শক্তির আধার থাকে, তাকে জাগিয়ে তোলে শিক্ষা।  মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শিক্ষা লাভ করে। সুশিক্ষা আভ্যন্তরীণ গুণাবলীর বিকাশ ঘটিয়ে সুনাগরিক সৃষ্টি করে।

সৃষ্টিশীল সুন্দর মানুষ ও সুনাগরিক তৈরি করে শিক্ষা প্রতিষ্ঠান, তাই প্রাতিষ্ঠানিক ভাবেই মানুষ জ্ঞান লাভের পথে ধাবিত হয়, আর সে পথের নির্দেশনা দেন শিক্ষক। প্রতিষ্ঠানে যুগোপযোগী বিজ্ঞান ও প্রযুক্তি ভিত্তিক এবং মানবিক গুণাবলী অর্জনের সব সুযোগ থাকা আবশ্যক। আর এজন্য যেমন প্রয়োজন আগ্রহী শিক্ষার্থী ও সৃজনশীল শিক্ষক, তেমনি প্রয়োজন সুন্দর সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অনুকূল পরিবেশ।

শিক্ষার মানোন্নয়ন ও ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সরকারের যে দৃঢ় অঙ্গীকার রয়েছে তারই ধারাবাহিকতায় নরসিংদী জেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ডাঃ নজরুল বিন নূর-মহসিন গার্লস স্কুল এন্ড কলেজ এর নিজস্ব ওয়েবসাইট খোলা। এ ওয়েবসাইটের মাধ্যমে স্বচ্ছতা জবাবদিহিতা ও তথ্য সরবরাহ নিশ্চিত করা, শিখনে সহায়তা এবং প্রতিষ্ঠানের ঐতিহ্য তুলে ধরা হবে; এমন প্রত্যাশায় সব মহলের সর্বাত্বক সহযোগিতা ও পরামর্শ কামনা করছি।




                    মোঃ মাহবুব কবির
                          অধ্যক্ষ
ডাঃ নজরুল বিন নূর-মহসিন গার্লস স্কুল এন্ড কলেজ
                     পলাশ, নরসিংদী।